সিলেট রণক্ষেত্র: শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পুলিশসহ বহু আহত

শাবিপ্রবি প্রতিনিধি


আগস্ট ০২, ২০২৪
০৭:১৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২৪
০৮:১০ অপরাহ্ন



সিলেট রণক্ষেত্র: শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পুলিশসহ বহু আহত


সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে পুলিশ বাঁধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশি বাঁধা অতিক্রম করে শিক্ষার্থীরা সামনে বাড়তে চাইলে এর সূত্রপাত হয়। 

এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। বিপরীতে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। কয়েক ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে শিক্ষার্থী, শিশু, সাংবাদিক ও পুলিশসহ শতাধিক আহত হয়েছেন। দৈনিক কালবেলা’র সিলেট প্রতিনিধি মিঠু দাস জয় আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে।

জানা গেছে, আজ শুক্রবার বেলা তিনটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জমায়েত হন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা সোয়া তিনটার দিকে তারা পূর্ব ঘোষিত ‘ছাত্র-জনতার গণমিছিল’ বের করেন। মিছিলটি নগরের আখালিয়া এলাকায় এসে পুলিশি বাঁধার মুখে পড়ে। এসময় বাঁধা ডিঙ্গি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। জবাবে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে আন্দোলন মদিনা মার্কেট এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে নগরের মদিনা মার্কেট-বাগবাড়ী রোড, লতিফ মঞ্জিল ও মদিনা মার্কেট কালিবাড়ী রোডে অবস্থান নেন। আরেক অংশ মাউন্ড এডোরার গলিতে অবস্থান নেয়। এসব অবস্থান থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।


সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। আমাদের অন্তত ৭-৮ জন পুলিশ আহত হয়েছে। নাক ফেটে রক্ত পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা ৮ জনকে আটক করে থানায় পাঠিয়েছি। এখনো সংঘর্ষ চলছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণ মিছিলে রাষ্ট্রীয় বাহিনী নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছুড়ছে। পাড়া-মহল্লায় ঢুকে গুলি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। অন্তত ২ শতাধিক আহত হয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অনেককে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।


এনএ-০১/এএফ-০৫