সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৩, ২০২৪
১১:৪৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২৪
১১:৪৩ অপরাহ্ন
সিলেটে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ‘পুলিশী হামলা’র অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণতান্ত্রিক ছাত্র জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
তারা বলেন, ‘সিলেটের চৌহাট্টা পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র জনতার উপর নির্মম পুলিশি হামলা হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি।’
আজ শনিবার (৩ আগস্ট) গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার আহ্বায়ক মনীষা ওয়াহিদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার আহ্বায়ক সরফরাজ সানোয়ার এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘আজ (৩ আগষ্ট) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশ ও গণ অবস্থান কর্মসূচি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের এর সভাপতিত্বে শুরুর পরপরই চৌহাট্টা পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ গণ-অবস্থান কর্মসূচিতে এক যোগে পুলিশ-বিজিবি ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্রসহ আক্রমণ করে সাধারণ ছাত্রছাত্রীদের বেধড়ক লাঠিপেটা, টিয়ারগ্যাস, গুলি ও সাউন্ড গ্রেনেড মেরে শান্তিপূর্ণ সমাবেশকে ছত্রভঙ্গ করাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশ ও গণ অবস্থান কর্মসূচিকে পন্ড করে দেয়। যা প্রমাণ করে সরকার ছাত্র জনতার বিরুদ্ধে বস্তুত যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে সরকার প্রধান মুখে আলোচনার আহ্বান জানাচ্ছে,আরেক দিকে ভয়ংকর মারণাস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর বর্বর আক্রমণ চালাচ্ছে।
এমতাবস্থায় দাবি উঠেছে, 'এই ‘খুনি সরকার’কে পদত্যাগ করতে হবে, ভাই হত্যার বিচার করতে হবে। অনতিবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে।’
নেতৃবৃন্দ এই ফ্যাসিবাদী সরকারের বর্বর দমন পীড়ন স্বত্বেও অভূতপূর্ব গণআন্দোলন সংগঠিত করায় ছাত্র-জনতাকে অভিনন্দন জানান এবং বিজয় অর্জনের পূর্বমুহুর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এএফ/১১