কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৪, ২০২৪
০১:৩৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৫, ২০২৪
০১:৪৯ পূর্বাহ্ন



কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ


সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ছে।


জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। অসহযোগ চলাকালে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। এতে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। এসময় তারা স্লোগানে স্লোগানে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে উভয়পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে ছাত্র-জনতার পক্ষ থেকে ইট-পাটকেল এবং পুলিশ তাদের দিকে গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে শুরু করে। একপর্যায়ে ছাত্র-জনতা পিছু হটেন। পরে তারা ইট-পাটকেল ছুঁড়তে ছুঁড়তে জিন্দাবাজারের দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।

এদিকে ওই এলাকায়ই জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে রয়েছে। আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার আগে থেকেই এ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান নেয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


এএফ/০১