সিলেটে বিভিন্নস্থানে হামলা, ভাঙচুর, লুটপাট

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৫, ২০২৪
১০:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২৪
০৩:৫৩ অপরাহ্ন



সিলেটে বিভিন্নস্থানে হামলা, ভাঙচুর, লুটপাট


সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর নিশ্চিত হওয়ার পর সিলেটের পাড়া মহল্লা থেকে মানুষের ঢল নামে রাজপথে। তারা স্লোগানে, মিছিলে বিজয় উল্লাস করতে থাকেন। এ সময় একদল লোক সিলেট নগরের বিভিন্ন এলাকায় সরকারি প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন দোকানপাট, ফার্মেসি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

আজ সোমবার (৫ আগস্ট) বেলা তিনটার পর থেকে বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটেছে। 

জানা গেছে, বিকাল সোয়া তিনটার দিকে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দেয় এক দল লোক। এরপর থেকে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট জেলা প্রশাসক কার্যালয়, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর বাসা, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবন, জেলা পরিষদ কার্যালয়, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের বাসা ও মাছিমপুরে তার কার্যালয়ে, সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলরের বাসা, সোবহানীঘাট ও লামাবার পুলিশ ফাঁড়ি এবং দক্ষিণ সুরমা থানাসহ বিভিন্ন স্থাপনা ও বাসায় অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়। এছাড়া জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার সিলেট মিরর-কে বলেন, ‘পুলিশ কার্যালয়ে আগুন দেওয়ার খবর জেনেছি। কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে সেটা জানা যাচ্ছে না। কারও সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া যাচ্ছে।’

এদিকে নগর ঘুরে দেখা গেছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরের নয়াসড়কে ফ্যাশন হাউস ‘মাহা’র শোরুমে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই ভাবে নগরের চৌহাট্টায় ইউনিক ফার্মা ও মেসার্স শাহপরান ফার্মেসিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এদিকে  বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। জনগণকে সচেতন করতে তিনি নিজে মাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে মাইকিং করে নৈরাজ্য সৃষ্টিকারী ও লুটপাটকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।


এএফ/১৫