আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সহযোগিতার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২৪
১১:২৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২৪
১১:২৩ অপরাহ্ন



আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সহযোগিতার আহ্বান

-ফাইল ছবি


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সহযোগিতার আহ্বান জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ এবং লীগের হামলায় হাজার-হাজার আন্দোলনকারী আহত হয়েছেন। শহীদ হয়েছেন অনেকেই। তাদের অনেকেরই আর্থিক অস্বচ্ছলতার কারণে সুচিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে। বৃহত্তর সিলেটের সবার তালিকা প্রস্তুত করার কাজ চলমান রয়েছে। আপনারা বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে ফান্ড পাঠাতে মাধ্যম জানতে চেয়েছেন।

এতে আরও বলা হয়, যাদের ত্যাগে আজকে আমরা সফল একটি অভ্যুত্থান পেয়েছি, শুধুমাত্র এই আন্দোলনে ক্ষতিগ্রন্ত আমাদের সেই সহযোদ্ধাদের পাশে আত্মিক বন্ধনের জায়গা থেকে তাদের পাশে থাকতে চাই। আমরা প্রত্যাশা করি, তাঁরা যেন এই বিপদের দিনে নিজেদেরকে একা মনে না করেন। বরং তারা যেন বৈষম্যবিরোধী এই বৃহত্তর পরিবারের অংশ মনে করে সাহস ও অনুপ্রেরণা পান। এজন্য সমাজের সকলস্তরের জনগণের কাছে সামর্থ্যের আলোকে এই অকুতোভয় সহযোদ্ধাদের জন্য আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সহযোগিতা করতে চাইলে, ব্যাংক: EXIM Bank Limited. Zindabazer, Sylhet Branch, A/C: 0112008670971,To: Daloyar Hassan, SWIFT: EXBKBDDH009, Routing Number: 100913550, Islami Bank Bangladesh PLC, Madina Market Agent Banking. Sylhet A/C: 20507776701277201 To: Daloyar Hassan Routing Number: 125270607, SWIFT: IBBLDDH777, মোবাইল ব্যাংকিং: bKash: 01795191660,01315440310,01777082695 Rocket: 01777082695 Nagad: 01617735008, 01777082695।


এনএ-০১/এএফ-১২