সিলেটে লুট হওয়া পুলিশের ৭৭ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৪, ২০২৪
০৭:৫৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২৪
০৭:৫৬ পূর্বাহ্ন



সিলেটে লুট হওয়া পুলিশের ৭৭ অস্ত্র উদ্ধার


গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতিতে পুলিশের থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭৭টি অস্ত্র ও ১২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে অস্ত্র ও গুলি লুণ্ঠন করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ কর্তৃক ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি লুণ্ঠন হওয়া অস্ত্রগুলো নিকটস্থ থানা বা সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। 



এএফ/০৪