সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪
০৫:২২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২৪
০৫:২২ পূর্বাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার বেলা ২ টায় সমিতির ল’ইয়ার্স ক্লাবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। এতে বক্তব্য দেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ। তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলার চর্চা হয়। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ জীবন লাভ করা সম্ভব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সমাজবিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান খন্দকার রানা। সহ-সমাজবিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। স্বাগত বক্তব্য দেন, সমিতির যুগ্ম সম্পাদক সালেহ আহমদ (হীরা)। আরও বক্তব্য দেন, সমিতির সাবেক সভাপতি মো জামিলুল হক জামিল, সাবেক সভাপতি মোহাম্মদ লালা, সমিতির যুগ্ম সম্পাদক- মাছুম আহমদ।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লাইব্রেরি সম্পাদক মেহেদী হাসান সজল, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মো. তারেক, সহ-সম্পাদক মো. মোজাক্কির হোসেন, মো. ওয়াজিহুদ্দিন তারিক ও মো. বদরুল আলম শিপন, সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম, ইরফানুজ্জামান চৌধুরী, বদরুল ইসলাম, দেলোয়ার হোসেন (দিল), মজিদ খান মানিক, শিব্বির আহমদ বাবলু, গোলাম রাজ্জাক চৌধুরী (জুবায়ের), মোমিনুর রহমান (টিটু), মোহাম্মদ সাইফুর রহমান, জোহরা জেসমিন, সলমান উদ্দিন, মসরুর চৌধুরী শওকত, মো. এজাজ উদ্দিন, আজিম উদ্দিন, মতিউর রহমান, সন্ধ্যা লক্ষী দে, শাবানা ইসলামসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের আগে ২ নম্বর বার হলের সম্মুখে ফেস্টুন সম্বলিত শতাধিক বেলুন আকাশে উড়ানো হয়। এ সময় সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির সহসম্পাদক বদরুল আলম শিপন ও পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানস্থলে সমস্বরে দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।