সিসিক মেয়র ও আওয়ামীপন্থী কাউন্সিলরদের পদত্যাগ দাবি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৫, ২০২৪
০৮:০৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২৪
০৮:৫৬ পূর্বাহ্ন



সিসিক মেয়র ও আওয়ামীপন্থী কাউন্সিলরদের পদত্যাগ দাবি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া আওয়ামী কাউন্সিলরবৃন্দ, ও দুর্নীতিবাজ সকল কর্মকর্তা-কর্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে পত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

গতকাল বুধবার বিকেলে নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই সময়সীমা বেঁধে দেন আন্দোলনের নেতারা। এই সময়ের মধ্যে মেয়র পদত্যাগ না করলে বৃহস্পতিবার বিকালে নগর ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। 

মতবিনিময়কালে সিলেটে আন্দোলনে হতাহতদের তালিকা সরকারের কাছে যাবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়করা। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিপ্রবির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, সহ সমন্বয়ক দেলওয়ার হোসেন শিশির, সহ সমন্বয়ক ফয়ছল হোসেন, শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম।

তারা বলেন, ‘সিলেটে আন্দোলন চলাকালে আহত সবার তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরে সেটি যাচাই-বাছাই করে প্রকাশ করা হবে। এখন পর্যন্ত আহত যারা আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা সহযোগিতা করেছি। এ ছাড়া সরকারের নির্দেশে সিলেটের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন সব আহতের তালিকা কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে যাবে। আহতদের সহযোগিতা করবে সরকার।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়ক আব্দুল্লাহ আল গালিবসহ অন্যরা। এ সময় তারা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সব ুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের সহযোগী কাউন্সিলররে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। 

সমন্বয়করা বলেন, ‘আপনারা জানেন আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এখন প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন চালাচ্ছি। তাই স্বৈরাচারের অধীনে যত প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচনে যারা বিজয়ীরূপে বিভিন্ন চেয়ারে বসেছেন তাদের আমরা আর চেয়ারে দেখতে চাই না। এরই ধারবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে তারা পদত্যাগ না করলে পরে আমরা নগরভবন ঘেরাও করে পদত্যাগ না করা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করবো।’

এদেশে কোন মাইনোরোটি কিংবা মেজোরিটি ইস্যু থাকবে না উল্লেখ করে এসময় তারা বলেন, ‘আমরা সবাই বাংলাদেশী এই একটা পরিচয়েই আমরা থাকতে চাই। আমাদের এই সম্প্রীতির মধ্যে যারা বিবেদ সৃষ্টি করতে চায় তাদেরকে হুশিয়ারিও করা হয়। বিতর্কিক সংগঠন ইসকনের ষড়যন্ত্র নিয়েও কথা বলেন সমন্বয়করা।’

আন্দোলন চলাকালে বিতর্কিত ভূমিকা পালন করার অভিযোগে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আজবাহার আলী শেখসহ অন্যান্য পুলিশ কর্মকর্তার দ্রুত অপসারণ এবং শাস্তি দাবি করেন তারা।

অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিবিপ্লবের কথা শোনা যাচ্ছে উল্লেখ করে তারা আরো বলেন, ‘এরকম কিছু যদি তারা করার সাহস করে এটা হবে তাদের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত। কেননা তারা নিজেরাই এখন পালিয়ে বেড়াচ্ছে। অতীতে প্রশাসন নিয়েও যারা ছাত্র জনতার সামনে টিকতে পারেনি। তারা প্রতিবিপ্লব করবে এটা হাস্যকর।’ 

সাংবাদিকদের উদ্দেশ্য করে এসময় বক্তারা বলেন, ‘খুনি হাসিনার প্রশাসন সাংবাদিকদের গলাটিপে ধরা ধরেছিল। কেউ স্বাধীনতাভাবে সত্যিটা তুলে ধরতে পারেননি।  এই সরকার আপনাদের স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ লেখালেখির স্বাধীনতা নিশ্চিত করবে। আমরা যদি কখনো কোনো ভুল করি, আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন।’


এএফ/০৫