নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৪
০৭:০৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২৪
০৭:০৮ অপরাহ্ন
বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির দায়িত্ব পেয়েছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএ’র সাবেক সহসভাপতি এবং সিলেট ক্লাব লিমিটেডের সদস্য শওকত আজিজ রাসেল। সভাপতির পদ থেকে মোহাম্মদ আলী খোকন পদত্যাগ করলে এই দায়িত্ব পান তিনি।
গত রবিবার রাজধানীর গুলশান অফিসে বিটিএমএ’র পরিচালনা পর্ষদের বৈঠকে এই দুই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে মোহাম্মদ আলী খোকনের পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। পত্রে পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বলেন, ‘এই সম্মানিত অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা একটি গভীর সম্মান এবং অমূল্য অভিজ্ঞতা। তবে আমার স্বাস্থ্য এবং ব্যবসা উভয়ই সমস্যায় ভুগছে, যেখানে আমার মনোযোগ দেওয়া প্রয়োজন। অনেক ভেবে-চিন্তে বিটিএমএর সভাপতির পদ থেকে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্রটি গ্রহণ করে শকওত আজিজ রাসেলকে দায়িত্ব দেয়।
বিটিএমএর সহসভাপতি মো. ফজলুল হক গণমাধ্যমকে বলেন, ‘পরিচালনা পর্ষদের সবার সম্মতিক্রমেই নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে বিদায়ী সভাপতিও স্বাস্থ্যগত এবং ব্যবসায়িক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।’ নতুন সভাপতি নিয়োগে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেন তিনি।
এদিকে, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির দায়িত্ব পাওয়ায় শওকত আজিজ রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট ক্লাব লিমিটেড। গতকাল বুধবার এক বার্তায় সিলেট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হানিফ আলম চৌধুরী তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।