সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪
১১:২০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৪
০২:১৩ পূর্বাহ্ন
ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘গণহত্যার হুকুমদাতা’ শেখ হাসিনার ও তার দোসরদের বিচারের দাবিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় পৌরসদরের চৌমুহনিতে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
ফয়সল চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। মানুষ এখন বুকভরে মুক্ত বাতাস নিচ্ছেন। চরম স্বৈরাচার সরকার হাসিনা রক্ত নদীর উপর দাঁড়িয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষের তোপের মুখে আর টিকে থাকতে পারেনি, ভারতের দালাল সরকার ভারতেই পালিয়েছে। বিশ্বের আর কোনো দেশ এই কুখ্যাত সরকারকে জায়গা দিচ্ছে না। তবে খুনি হাসিনার শাসনকালে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার আদেশে আন্দোলনের সময় পুলিশ-বিজিবি নির্বিচারি গুলি করে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। এসব খুনের বিচার অবশ্যই হবে ‘
উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের পরিচালনায় এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মুসিকুর রহমান মুহি, এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা মুহিসসুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, কফিল আহমদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন আহমদ রিপন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমদ,শাহজাহান আহমদ ও খোকন আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, সদস্যসচিব শাহান আহমদ।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকার্মী উপস্থিত ছিলেন।
এএফ/১৮