শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৪
০২:১৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৪
০৯:৩৪ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ' প্যানেলের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। এসময় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে প্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শিক্ষকরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান সকলেই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। বঙ্গবন্ধু কোন দলের একার নয়, তিনি বাংলাদেশের প্রতিটি নাগরিকের পরম শ্রদ্ধেয়, বাঙালির জাতীয় চেতনার মূর্ত প্রতীক। সবাইকে এ সত্য অনুধাবনের আন্তরিক আহ্বান জানান তারা।
এসময় এ প্যানেলের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, সিনিয়র শিক্ষক অধ্যাপক ড মো রাশেদ তালুকদার, অধ্যাপক ড হিমাদ্রি শেখর রায়, অধ্যাপক জহির উদ্দিন আহমেদ সহ ৮ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এএফ/২০