নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৪
০৬:১৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২৪
০৬:১৩ অপরাহ্ন
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দিন সিলেটে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন স্কুল ছাত্র রাইয়ান আহমদের (১৬) অবস্থান অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর অবস্থার অবনতি হতে থাকায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর তত্ত্বাবধানে আজ শনিবার (১৭ আগস্ট) সকাল নয়টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলে ঢাকায় পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের প্রধান সমন্বয়ক শাবিপ্রবির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, সহ সমন্বয়ক ফয়ছল হোসেন ।
আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তারা বলেন, ‘সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী শুক্রবার বিকেলে রায়হানের অবস্থা দেখেছেন এবং চিকিৎসার জন্য আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছেন। রায়হানের সঙ্গে তার বাবা ও ভাই ঢাকা গেছেন। ঢাকায় তাকে রিসিভ করেছেন আরিফুল হক। সেখানে তাঁর তত্ত্বাবধানেই রায়হানের চিকিৎসা হবে।’
আন্দোলন চলাকালে সিলেটবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তারা এসময় বলেন, ‘আমরা যখনই সিলেটবাসীর সহযোগিতা চেয়েছি সিলেটবাসী স্বপ্রণোদিত হয়ে এয়ার অ্যাম্বুলেন্স, আইসিইউ অ্যাম্বুলেন্স সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞ। আমরা তাদের বলব, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আমাদের প্রত্যেকটা ভাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে ছিলাম পাশে থাকব।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতজন আহত হয়েছেন এমন প্রশ্নে তারা বলেন, ‘ঠিক কতজন আহত হয়েছেন তার পুরো তথ্য এখনও পাইনি। নগরের বিভিন্ন হাসপাতালে ৩০০ জনের উপর চিকিৎসাধীন। সবমিলিয়ে আমাদের ধারণা আহতের সংখ্যা দেড় হাজারের বেশি অবশ্যই হবে। এর মধ্যে গুরুতর আহত অনেকেই আছে ‘
সিলেটের যতগুলো হাসপাতাল আছে সবগুলোতে আমরা খোঁজ নিচ্ছেন জানিয়ে তারা বলেন, ‘সিলেটের প্রাইভেট মেডিক্যালগুলোর অবদান অবশ্যই বলতে হবে। এখানে উইমেন্স মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, ইবনে সিনা হাসপাতালসহ সিলেটের অনেকগুলো মেডিকেল তারা প্রায় সবাই শতভাগ ফ্রিতে চিকিৎসাসেবা নিশ্চিত করেছে। তাদের যে অবদান, সিলেটবাসী সারাজীবন মনে রাখবে।’
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট আহত হন দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান আহমেদ (১৬)। তিনি সিলাম ডালিফারা গ্রামের নানু মিয়ার ছেলে।
গত ৫ আগস্ট পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত রাইয়ানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। তার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান সাবেক মেয়র আরিফ। পরে উন্নত চিকিৎসার জন্য সাবেক মেয়র আরিফুল হকের তত্ত্বাবধায়নে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে উপস্থিত থেকে তাকে রিসিভ করে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে ভর্তি করান মেয়র আরিফ। সেখানে তাঁর তত্ত্বাবধানে রাইয়ানের চিকিৎসা হচ্ছে।
এএফ/০৪