সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২৪
০৭:৪০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২৪
০৭:৪০ অপরাহ্ন
বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী ছিল গত বৃহস্পতিবার। এ উপলক্ষে তাঁর সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও জেষ্ঠ্যপুত্র তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি।
শুক্রবার বাদ মাগরিক নগরের মাগরিব ঝেরঝেরীপাড়া জামে মসজিদে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিশেষ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ঝেরঝেরীপাড়া জামে মসজিদের ঈমাম হাফিজ মাওলানা মাকসুদুর রহমান।
দোয়ার প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান ও ঝেরঝেরীপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস হবিগঞ্জী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝেরঝেরীপাড়া জামে মাসজিদ কমিটির সদস্য ফয়জুল ইসলাম চৌধুরী, ঝেরঝেরীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মুশফিক উস সামাদ চৌধুরী, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক, বদরুজ্জামান জামান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, যুগ্ম সম্পাদক আব্দুল হক সুন্না, যুক্তরাজ্য বিএনপির সদস্য কিশোয়ার আহমদ জাকি, ছাত্র বিষয়ক সম্পাদক রাহাত খান মুন্না প্রমূখ। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এএফ/০৭