সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৮, ২০২৪
০৪:৪১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২৪
০৪:৪১ পূর্বাহ্ন
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।
গতকাল শনিবার এসএমসিসিআইয়ের কনফারেন্স হলে মেট্রোপলিটন চেম্বারের বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দের এক সভায় এ অভিনন্দন জানানো হয়।
চেম্বার সভাপতি আফজাল রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে সম্প্রতি অনুষ্ঠিত কোটা বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদ স্মরণে শোক প্রস্থাব আনা হয় এবং নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সভায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারে সকল উপদেষ্টাকে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এক বার্তায় এসএমসিসিআইয়ের সভাপতি অন্তবর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন।
সভায় সম্প্রতি সহিংসতায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের নিন্দা জানানো হয়। সহিংসতার জেলা ও মহানগরের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন এসএমসিসিআইয়ের সহসভাপতি মো. মুহিতুল বারী রহমান, প্রাক্তন সহসভাপতি মাওলানা খায়রুল হোসেন, পরিচালক জিয়াউল গণী আরেফিন, আব্দুর রহমান রিপন, মো. ফেরদৌস আলম, রাজিব ভৌমিক, প্রাক্তন পরিচালক মো. শাব্বির আহমদ প্রমুখ।
সভায় সাবেক ও বর্তমান পরিচালকরা বলেন, ‘ব্যবসায়ীরা আজ আতঙ্কিত, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ভয়ে আতঙ্কের মাঝে আছেন।
এ অবস্থা থেকে উত্তরণ ও আইন শৃঃখলা পরিস্থিতি উন্নয়নের জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিচালক অজয় কুমার ধর, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. কাপ্তান হোসেন, মো. জহির হোসেন, মো. জিল্লুর রহমান সুমন, প্রাক্তন পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী, জালাল উদ্দিন আহমদ।
সভা পরিচালনা করেন এসএমসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
এএফ/০১