লোকমান আহমদসহ শান্তিপ্রিয় নাগরিকগণের বাসায় হামলার ঘটনায় সিলেটের নাগরিকবৃন্দের উদ্বেগ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৯, ২০২৪
০৭:৪১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২৪
০৭:৪১ পূর্বাহ্ন



লোকমান আহমদসহ শান্তিপ্রিয় নাগরিকগণের বাসায় হামলার ঘটনায় সিলেটের নাগরিকবৃন্দের উদ্বেগ


ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেট নগরের বড়বাজারস্থ প্রবীণ রাজনীতিবিদ লোকমান আহমেদসহ সিলেটের শান্তিপ্রিয় বেশ কয়েকজন নাগরিকের বাসাবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিলেটের নাগরিকবৃন্দ। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে নগরের লামাবাজারে অনুষ্ঠিত এক সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। 

সিলেটের নাগরিক বৃন্দের আহবায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সভায় উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সচেতন নাগরিক কমিটি ( টিআইবি) সিলেট জেলা সভাপতি সৈয়দা শিরিন আক্তার,  সিলেট ডায়বেটিস সমিতির  যুগ্ম সম্পাদক প্রকৌশলী  চন্দন ভৌমিক,  অ্যাডভোকেট ইসপাক বক্ত চৌধুরী, প্রাক্তণ ছাত্রনেতা অ্যাডভোকেট তাপস ভট্টাচার্য, কমরেড উজ্জ্বল রায়, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম- সম্পাদক  অ্যাডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট শাখার সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন,  অ্যাডভোকেট নিতু কান্তি দাশ, অ্যাডভোকোট অরুপ শ্যাম বাপ্পি,  অ্যাডভোকেট রনেন সরকার রনি প্রমুখ। 

সভায় অনলাইনে যুক্ত হন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার নির্বাহী প্রধান নজমুল হক, অ্যাভোকেট আনসার খান, সৈয়দ আনসার আলী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট হেলাল মনির এবং প্রাক্তণ ছাত্র নেতা জমির আহমদ।

সভায় বক্তারা বলেন, ‘একটি গণঅভ্যুত্থানের পর কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে। তাছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিকভাবেও প্রতিবাদের সুযোগ রয়েছে।  সেক্ষেত্রে পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটের বিশিষ্ট নাগরিক লোকমান আহমেদসহ শান্তিপ্রিয় লোকজনের বাসাবাড়িতে যে আক্রমণ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।’ 

সভায় থেকে লোকমান আহমেদসহ সিলেটের বিভিন্ন শান্তি প্রিয় নাগরিকদের বাসাবাড়িতে হামলা, লুটপাটে জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি প্রদানের দাবি জানানো হয়। 


এএফ/০১