কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষের পদত্যাগ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২০, ২০২৪
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২৪
১২:১১ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষের পদত্যাগ


তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি ওপেন সিক্রেট হলেও কী এক অদৃশ্য শক্তিবলে তিনি চেয়ারে আকড়ে আছে। তবে এবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবং অভিভাবকদের তোপের মুখে পদত্যাগ করতে হলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামকে।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ২টায় শিক্ষার্থীরা একত্রে জড়ো হয়ে অধ্যক্ষের বাসভবনে গিয়ে পদত্যাগের আহবান জানান। তাদের সঙ্গে সংহতি জানান প্রতিষ্ঠানের শিক্ষকরাও। ইতিপূর্বে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা একাধিক বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একত্রে আন্দোলন গড়ে তোলেন। তুমুল আন্দোলনের মুখে ব্যক্তিগত সমস্যা কারণ দেখিয়ে অধ্যক্ষ লিখিতভাবে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। পদত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। 

প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্ম করে আসছিলেন। তার পদত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠান কলুষিত মুক্ত হলো। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের লাঞ্চিত করার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন তিনি। 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম পদত্যাগ পত্র দিয়েছেন এবং অত্র কলেজের শিক্ষক মো. মোর্শেদ আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করে একটি পত্র দিয়েছেন।


এএফ/১২