শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৪
০৬:৫০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২২, ২০২৪
০৬:৫৩ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২১আগস্ট) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এসময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে রাতের ক্যাম্পাস।
পূর্বের সংবাদ পড়ুন- শাবির হলে আদিপত্য বিস্তারে সক্রিয় ছাত্রলীগের বি টিম |
'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', আজকের এই দিনে, আবরার তোমায় মনে পরে', 'বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পিড়ে', 'যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি', 'ছি ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচিনা', 'দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত' ' এ্যাকশন টু এ্যাকশন, শাবিপ্রবির এ্যাকশন', 'ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান'সহ নানা স্লোগারে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্ত্বরে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব বলেন, 'আমার ভাই -বোনদের তারা পানিতে ডুবিয়ে মারার পরিকল্পনা করছে। আমার ভাইদের তারা সীমান্তে হত্যা করেছে। আমার ক্যাম্পাসে তারা তাদের এজেন্টদের মাধ্যমে হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আমরা একত্রে থাকলে তারা কিছু করতে পারবে না। আমরা দেখতে পারছি ভারতীয় তাবেদাররা, ভারতীয় এজেন্টরা এখনও আমাদের মাঝে সক্রিয় রয়েছে। আমরা আর কোনো দেশবিরোধী চুক্তি মেনে নিব না।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির অন্যতম সমন্বয়ক দেলওয়ার হোসেন শিশির বলেন, 'বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দূর্নীতি ঢুকিয়েছে এই ভারতীয় দালালরা।বাংলাদেশের পুলিশ নষ্ট করেছে, আর্মি নষ্ট করেছে। ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে এই সম্প্রতি নষ্ট হচ্ছে। বাংলাদেশে এখন জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার ভারতীয় তাবেদারদের নয়। আমরা আশা করি ভারত আগামীতে এমন ঘটনা ঘটাতে একশবার ভাববে।’
এনএ-০১/এএফ-০১