সাংবাদিক মকসুদ আহমদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৪, ২০২৪
০১:১৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২৪
০৭:৩৬ অপরাহ্ন



সাংবাদিক মকসুদ আহমদের দাফন সম্পন্ন


বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের দাফন সম্পন্ন হয়েছে। 

আজ শুক্রবার (২৩ আগস্ট) বেলা আড়াইটায় সিলেট শহরতলীর মইয়ারচরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় সিলেট নগরের পাঠানটুলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী কৃষি ব্যাংকের কর্মকর্তা গালিব আহমদ। 

মকসুদ সিলেট নগরের মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

মকসুদ আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিবেশি জমির মিয়া।

পূর্বের সংবাদ পড়ুন-

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মকসুদ

জানা গেছে, , সাংবাদিক মকসুদ মোটরসাইকেলে করে সিলেট নগর থেকে বাড়ি ফিরছিলেন। পাঠানটুলা এলাকায় পেট্রোল পাম্পের কাছে এলে একটি কুকুর তার মোটরসাইকেলের সামনে পড়ে যায়। এসময় কুকুরকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ও মোটরসাইকেলে থাকা অপর আরোহী ছিটকে পড়েন। এসময় রোড ডিভাইডারে লেগে তিনি মাথায় আঘাত প্রাপ্ত হন।  ঘটনাস্থলে প্রায় ৫ মিনিটি মকসুদ আহমদ ও গালিব পড়ে ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 গুরুতর আহত অবস্থায় ব্যাংক কর্মকর্তা গালিব হাসপাতালে ভর্তি রয়েছেন।



এএফ/০৫