রসায়নের নোবেল পেলেন যুক্তরাষ্টের বেকার, যুক্তরাজ্যের হাসাবিস ও জাম্পার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৯, ২০২৪
০৪:২৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২৪
০৪:২৮ অপরাহ্ন



রসায়নের নোবেল পেলেন যুক্তরাষ্টের বেকার, যুক্তরাজ্যের হাসাবিস ও জাম্পার


প্রাণের অপরিহার্য জৈব অণু প্রেটিনের জটিল গঠন রহস্য উন্মোচিত হয়েছে যাদের গবেষণায়, সেই তিন বিজ্ঞানী পাচ্ছেন চলতি বছরের রসায়নের নোবেল।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এ পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডেভিড বেকার এবং এবং ব্রিটিশ গবেষক ডেমিস হাসাবিস ও জন জাম্পারের নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন বেকার। আর বাকি অর্ধেক ডেহাসাবিস ও জাম্পার সমানভাবে ভাগ করে নেবেন।

ন্যানো টেকনোলজির গবেষণায় কোয়ান্টাম ডটস নামের অতি ক্ষুদ্র ন্যানো পার্টিকেল উদ্ভাবন ও উন্নয়নের স্বীকৃতিতে গতবছর যুক্তরাষ্ট্রের মুঙ্গিয়া জি বাবেন্দি, লুইস ব্রুস এবং অ্যালেক্সি একিমভ রসায়নে নোবেল পান।

এ সংক্রান্ত পূর্বের সংবাদ:

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন হপফিল্ড ও হিন্টন

বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মঙ্গলবার ঘোষণা হয় পদার্থবিদ্যার নোবেল।

বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।



এএফ/০৬