নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৪, ২০২৪
০৬:৪৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২৪
০৭:১৮ অপরাহ্ন
সিলেটে ট্রফি উন্মোচন চমক জাগিয়েছে দেশজুড়ে। ছবি- শেখ নাসির
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের ট্রফি উন্মোচনে দারুণ এক চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটের চা বাগানে শ্রমিকের বেশে ট্রফি হাতে পোজ দিলেন দুই অধিনায়ক।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিবির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তারা্ ১৭৫ বছরের পুরনো ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করলেন।’
বিসিবির এমন ব্যতিক্রমী ট্রফি উন্মোচন মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। আগামীকাল ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ৭ এবং ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেটে। শুরু হবে দুপুর ২টা থেকে।
এএফ/০৪