এক দিনেই হারের হ্যাটট্রিক করল ভারত

মিরর স্পোর্টস ডেস্ক


ডিসেম্বর ০৯, ২০২৪
০৫:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২৪
০৬:০১ পূর্বাহ্ন



এক দিনেই হারের হ্যাটট্রিক করল ভারত


এক দিনে হারের হ্যাটট্রকি করল ভারত। তিনবার হারের সাক্ষী ভারতীয় ক্রিকেট। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরাডুবির পর অজি মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে হেরেছে ভারতীয় নারী ক্রিকেট দলও। অন্যদিকে দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছে ভারতের যুবারা। 

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে স্বাগতিক দলের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে রোহিত শর্মারা। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে স্টার্কের বোলিং তোপে ভারত গুটিয়ে যায় মাত্র ১৮০ রানে। ৪৮ রানে স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান। এতে লিড দাঁড়ায় ১৫৭ রানের।

অজিদের লিড পেরোনোর আগেই ৮ উইকেট হারিয়ে বসেন রোহিত-কোহলিরা। বলার মতো (৪২) রান করেছেন কেবল নিতিশ কুমার রেড্ডি। অবশ্য রেড্ডির সান্ত্বনাদায়ক ব্যাটিং না থাকলে ইনিংস ব্যবধানে হারতে হতো ভারতকে। 

রবিবার দ্বিতীয় দফায় ভারতীয় সমর্থকরা দুঃসংবাদ পায় অস্ট্রেলিয়া থেকেই। মেয়েদের দ্বিপক্ষীয় এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়েছিল স্বাগতিক মেয়েরা। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে।

এদিকে, দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত হারে বাংলাদেশের কাছে। টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হয় ১৯৮ রানে। বাংলাদেশের পেসারদের দাপটে এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায়। ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে। বাংলাদেশ ম্যাচ জিতে ৫৯ রানে।

এএন/০১