বিশ্বম্ভরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবক আটক

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৬, ২০২৪
০৩:৩৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২৪
১০:২৭ অপরাহ্ন



বিশ্বম্ভরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবক আটক

বিশ্বম্ভরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবক আটক


বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছে নগদ ১ লাখ ১১ হাজার পাওয়া যায়।

বুধবার ভোরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ চিনাকান্দি বিওপির রাজাপাড়া এলাকায় বিশেষ টহল দল তাদের আটক করে। আটকরা হলো, মোহাম্মদ রাসেল মিয়া ও মোহাম্মদ মোবারক হোসেন।

জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার জিগাতলা নামক এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে ১ লাখ ১১ হাজার টাকাসহ বাংলাদেশি নাগরিক রাসেল মিয়া ও মোবারক হোসেনকে আটক করে বিজিবি।

আটক রাসেল মিয়া উপজেলার ধনপুর ইউনিয়নের শিয়ালডোবা গ্রামের মোহাম্মদ কাদির মিয়ার ছেলে ও মোবারক ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, আটকদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জিসি / ০৬