সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৪
০২:৪২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৪
০২:৪৩ অপরাহ্ন
চুরির অভিযোগে মারধরের পর যুবকের আত্মহত্যা
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে মারধরের পর নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুজাহিদুর রহমান সায়ান (২০) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের রাতে চুরির অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ তাঁকে মারধর করেন।
স্থানীয়রা জানান, গত বুধবার রাতে কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে নিজ দোকান থেকে ছুফি মিয়ার মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় সায়ানের বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ ও বাদশা মিয়া তাঁকে মারধর করেন।
পরিবারের লোকজন জানান, রাতে বাড়িতে গেলেও সায়ান অপমানিত বোধ করেন। সকালে সায়ানের মা বিষয়টি জানাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিনের বাড়িতে যান। ওই সময় সায়ান নিজ ঘরের তীরের সঙ্গে মাফলার জড়িয়ে আত্মহত্যা করেন।
কর্মধা ইউপি মেম্বার আব্দুল মতিন বলেন, সায়ানের মায়ের সঙ্গে বাড়িতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই।
কুলাউড়া থানার ওসি গোলাম আফছার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জিসি / ০২