সিলেট মিরর ডেস্ক
                        জানুয়ারি ১৯, ২০২৫
                        
                        ০৭:৩৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : জানুয়ারি ১৯, ২০২৫
                        
                        ০৭:৪৪ অপরাহ্ন
                             	
 
                             সীমান্তে ভারতের বেড়া নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান কী?
 
    ১৯৮৯ সালে ভারত যখন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে শুরু করে, তখন বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি চাওয়া হয়নি, যার ফলে অনুমতি পাওয়ারও কোনো প্রশ্ন ছিল না।
ভারতের যুক্তি ছিল তারা সীমান্তে নিজেদের দিকে ও নিজেদের ভূখণ্ডে বেড়া বসাচ্ছে, কাজেই অন্য পক্ষকে তা জানানোর বা তাদের সম্মতি চাওয়ার কোনো দরকার নেই।
ভারতের এই 'একতরফা পদক্ষেপ' বাংলাদেশের পছন্দ না হলেও আনুষ্ঠানিকভাবে এর বিরুদ্ধে কখনও তারা ভারতের কাছে বা কোনো আন্তর্জাতিক ফোরামে প্রতিবাদও জানায়নি।
তবে বাংলাদেশের একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ও প্রাক্তন পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী ২০১৯ সালে বলেছিলেন, "বাংলাদেশ কখনোই চায়নি দুটো বন্ধু দেশের সীমান্তে কাঁটাতার বসানো হোক।
প্রথম দিন থেকেই আমরা এই বেড়ার বিপক্ষে, এখনও তাইই আছি।"
তিনি যখন এই মন্তব্য করেছিলেন, তখন তিনি দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার – শেখ হাসিনার আমলে যে পদে তিনি ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়।
সৈয়দ মোয়াজ্জেম আলী অবশ্য এটাও বলেছিলেন, বেড়া বসানোর ফলে একদিকে অবশ্য বাংলাদেশের 'সুবিধা'ই হয়েছে – কারণ ভারত থেকে গরুর চালান অনেক কমে যাওয়ায় বাংলাদেশ গরু উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছে।
"তবে ভারত যে অনুপ্রবেশ ঠেকানোর প্রধান যুক্তিতে কাঁটাতারের বেড়া বসিয়েছিল, সাম্প্রতিক পরিসংখ্যান কিন্তু বলছে বাংলাদেশ থেকে ভারতে সেই অনুপ্রবেশ ঘটার আর কোনো কারণই নেই।
এখন সেই কারণগুলোই যদি না-থাকে, তাহলে সেই বেড়াটাও তো অপ্রাসঙ্গিক হয়ে যায়।"
তবে শেখ হাসিনার আমলেই যে ভারতকে সীমান্তের দেড়শো গজের মধ্যে বেড়া বসানোর অনুমতি দেওয়া হয়েছিল, বর্তমান বাংলাদেশ সরকারও সে কথা স্বীকার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেই সঙ্গেই জানিয়েছেন, এখন থেকে 'নিয়ম ভেঙে' কোথাও ভারতকে কাঁটাতারের বেড়া বসাতে দেওয়া হবে না – সেরকম চেষ্টা হলে বিজিবিও তাতে বাধা দেবে।
"তবে এখানে একটা বড় সমস্যা হলো, যেহেতু আগের সরকার ইন রাইটিং বা লিখিত দিয়া গেসে ... এই জায়গায় এইটা করতে পারবা, ওই জায়গায় ওইটা করতে পারবা।
এইগুলা তাদের দেওয়াটা উচিত হয় নাই",
তার কথা থেকে স্পষ্ট, বর্তমান বাংলাদেশ সরকার কাঁটাতারের বেড়া বসানোর প্রশ্নে ভারতকে কোনও ছাড় দিতে বা শিথিলতা দেখাতে প্রস্তুত নয়। কিন্তু বিগত সরকারের দেওয়া অনুমতি তারা প্রত্যাহার করতে চান কি না, স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বিষয়টি স্পষ্ট করেননি।
জিসি / ০১