সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৪, ২০২৫
১০:১৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৫
১০:১৮ পূর্বাহ্ন



সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ


সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বার্ডার গার্ড বাংলাদেশের বিজিজি ৪৮ ব্যাটালিয়ন। চোরাইপথে ভারত থেকে আনা পণ্যের মধ্যে রয়েছে গরু, শাড়ি, মহিষ, খাদ্যপণ্য, কসমেটিকস ও মাদক।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ৪৮ ব্যাটালিয়নের আওতাভূক্ত তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ ও পাথর কোয়ারি বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় ভারত থেকে অবৈধপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকলেট, কিসমিস, মেহেদী, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পোস্তদানা, মদ, গাঁজা ও বিয়ার জব্দ করে। জব্দকৃত এসব চোরাইপণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মো. নাজমুল হক। তিনি জানান, সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।