লিটনই হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৮, ২০২৫
০৯:০৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২৫
০৯:০৬ পূর্বাহ্ন



লিটনই হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

লিটনই হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?


কিছুদিন আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত এই ফরম্যাটে স্থায়ী কোনো অধিনায়ক নিয়োগ দিতে পারেনি বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়া ক্রিকেটাররাও বিবেচনায় আছেন।

আজ শনিবার মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে টি-টোয়েন্টির নেতৃত্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতিমধ্যে দুই-একজন টি–টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা (অধিনায়ক বানানোর) চেষ্টা করব।’

বিসিবি সভাপতির কথা অনুযায়ী, সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করা ক্রিকেটার লিটন দাস। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাই ফারুক আহমেদের কথা অনুযায়ী, অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন। এছাড়া ওয়ানডেতে মাহমুদউল্লাহর মতো সিনিয়রদের বিবেচনা করা হবে কিনা- সে বিষয়েও তিনি কথা বলেছেন।

ফারুক আহমেদের ভাষায়, ‘আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপ থিওরিতে বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

জিসি / ০৬