শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রুম্মান গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ২৫, ২০২৫
০৪:৩১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২৫
০৩:০৮ অপরাহ্ন



শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রুম্মান গ্রেপ্তার


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শাখার সহ-সভাপতি   আমিনুর রশিদ চৌধুরী রুম্মানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) রাতে শহরতলীর সুরভী পাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, ‘শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর রশিদ চৌধুরী রুম্মানকে উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের আলীসারকুল গ্রামের আব্দুল আহাদ বাদী হয়ে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেল হাজকে প্রেরণ করা হয়েছে।


জিকে-০১/এএফ-০২