আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের কর ফাঁকি, তদন্তে নেমেছে দুদক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২৫
০২:২৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২৫
০২:২৬ অপরাহ্ন



আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের কর ফাঁকি, তদন্তে নেমেছে দুদক

আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের কর ফাঁকি, তদন্তে নেমেছে দুদক


বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক এখন তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক রেজাউল করিম ইতোমধ্যেই সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করতে এনবিআর এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক চিঠি পাঠিয়েছেন। 

এ চুক্তির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখছে সংস্থাটি। 

এনবিআরের পূর্ববর্তী এক তদন্তে উঠে আসে যে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস পর্যন্ত ভারতীয় আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলার শুল্ক ও কর ফাঁকি দেওয়া হয়েছে। 

এছাড়া, এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমোদন ছাড়াই শুল্ক ও কর অব্যাহতি প্রদান করা হয়, যা এনবিআরের তদন্তে স্পষ্ট হয়েছে।

জিসি / ০১