সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫
০২:২৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২৫
০২:২৬ অপরাহ্ন
আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের কর ফাঁকি, তদন্তে নেমেছে দুদক
বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক এখন তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে দুদকের উপপরিচালক রেজাউল করিম ইতোমধ্যেই সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করতে এনবিআর এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক চিঠি পাঠিয়েছেন।
এ চুক্তির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখছে সংস্থাটি।
এনবিআরের পূর্ববর্তী এক তদন্তে উঠে আসে যে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস পর্যন্ত ভারতীয় আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলার শুল্ক ও কর ফাঁকি দেওয়া হয়েছে।
এছাড়া, এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমোদন ছাড়াই শুল্ক ও কর অব্যাহতি প্রদান করা হয়, যা এনবিআরের তদন্তে স্পষ্ট হয়েছে।
জিসি / ০১