সোমবার দুপুরের মধ্যে হজযাত্রীদের ভিসা আবেদন করতে হবে

সিলেট মিরর ডেস্ক


মে ০৪, ২০২৫
০২:৪০ অপরাহ্ন


আপডেট : মে ০৪, ২০২৫
০২:৪০ অপরাহ্ন



সোমবার দুপুরের মধ্যে হজযাত্রীদের ভিসা আবেদন করতে হবে

সোমবার দুপুরের মধ্যে হজযাত্রীদের ভিসা আবেদন করতে হবে


বাকি হজযাত্রীদের অবশ্যই সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে এজেন্সিগুলোকে ভিসার আবেদন করতে হবে। তা না হলে ওই হজযাত্রীরা এবার হজে যেতে পারবেন না।

লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এখনো ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ৩ মে দুপুর ১২টায় জরুরি ক্ষুদেবার্তা পাঠিয়ে জানিয়েছে, যে সব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য দিয়ে এখনো ভিসার আবেদন দাখিল করা হয়নি তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৫ মে দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন Nusuk Masar Platform-এ দাখিল করতে হবে। ওই সময়ের পরে Nusuk Masar Platform বন্ধ করে দেওয়া হবে। Nusuk Masar Platform বন্ধ করে দেওয়ার পর আর কোনভাবেই ভিসার আবেদন দাখিল করা যাবে না। ফলে উল্লিখিত সময়ের মধ্যে যে হজযাত্রীদের ভিসার আবেদন দাখিল করা হবে না তারা ২০২৫ সালের হজে গমন করতে পারবেন না।

এ অবস্থায় যে সব হজযাত্রীর ভিসার আবেদন Nusuk Masar Platform এ এখন পর্যন্ত দাখিল করা হয়নি সে সব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক এনরোলমেন্ট, বাড়ি বা হোটেল ও ফ্লাইটের তথ্যসহ ভিসার আবেদন আগামী ৫ মে দুপুর ১২টার মধ্যে আবশ্যিকভাবে দাখিল করার জন্য সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, হজ এজেন্সির অবহেলার কারণে কোন হজযাত্রীর ভিসার আবেদন ৫ মে দুপুর ১২টার মধ্যে দাখিল করা না হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সিকে বহন করতে হবে। এক্ষেত্রে সমন্বয়কারী এজেন্সির কোন অবহেলা পরিলক্ষিত হলে তাদেরও এ বিষয়ে দায়-দায়িত্ব বহন করতে হবে। লিড এজেন্সি বা সমন্বয়কারী এজেন্সির অবহেলার কারণে কোন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হলে ওই সমন্বয়কারী এজেন্সি বা লিড এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১ ও হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

সৌদি আরবে পৌঁছেছেন ২২,২০৩ হজযাত্রী।

জিসি / ০৪