মৌলভীবাজারের বিভন্ন সীমান্তদিয়ে ৭৬ জন পুশ-ইন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৩, ২০২৫
০৩:০৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২৫
০৩:১১ অপরাহ্ন



মৌলভীবাজারের বিভন্ন সীমান্তদিয়ে ৭৬ জন পুশ-ইন

মৌলভীবাজারের বিভন্ন সীমান্তদিয়ে ৭৬ জন পুশ-ইন


মৌলভীবাজার পাল্লাথল,শ্রীমঙ্গল সিন্দুরখান ও কুলাউড়া মুড়ইছরা সীমান্ত দিয়ে আবারও‌ পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল ৪৮জন,শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ২৩জন ও কুলাউড়া উপজেলার মুড়ইছরা ৫ জনকে সীমান্ত দিয়ে মোট ৭৬ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ,নারী ও শিশু রয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এরা ৬ মাস থেকে ১৭বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের পুশইন করে।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় মোট ৪৯০জনকে আটক করেছে বিজিবি। এদিকে বিজিবি জানিয়েছে আটককৃতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।

জিসি / ০৪