শ্রীমঙ্গল প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫
১২:৫৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ১০, ২০২৫
১২:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের ৪ তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এসব প্রাণহানি ঘটেছে বলে ধারণা চিকিৎসকের। একই ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শুনেছি শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ হারিয়েছেন ৪ জন তরুণ।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০), এবং নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান।
এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে জরুরি চিকিৎসা শেষে তারা অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
জানা গেছে, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে বুধবার রাতে এই ঘটনা ঘটে। সাথে সাথে আহতদের দ্রুত উদ্ধার করে আহতদের মৌলভীবাজার ২৫০শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, যে ৪জনকে গভীর রাতে নিয়ে আমার কাছে নিয়ে এসেছিল সবাই মৃত ছিল। পরে রবি বুনার্জী নামে একজনকে নিয়ে আসে তাকে আমরা সিলেট ওসমানি হাসপাতালে রেফার্ড করি। আত্মীয়দের কাজ থেকে পাওয়া তথ্য মতে জেনেছি ওরা সেপটিক ট্যাংকে নেমেছিল।
তিনি আরো বলেন, এক রিঙের একটা সেপটিক ট্যাকে এতো টক্সি গ্যাস কী করে জমলো যে একে একে চার জন একসাথে প্রাণ গেল -এটা ঠিক ক্লিয়ার করে বুঝা যাচ্ছে না। গ্যাস পয়জটিংও হয়ে থাকতে পারে।
পোর্টমর্টেমের পর বিস্তারিত জানা যাবে বলে জানান মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল।