জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন কাজী ফিরোজ রশীদ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৪, ২০২৫
০২:৫০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২৫
০২:৫৩ অপরাহ্ন



জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন কাজী ফিরোজ রশীদ

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন কাজী ফিরোজ রশীদ


আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কাজী ফিরোজ রশীদ। এ দুটি বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

ফিরোজ রশীদ বলেন, ‘সেই ভুলের জন্য আমরা নিঃস্বার্থ ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। ৪৫ বছরের রাজনীতিতে আমাদের অনেক ভুল আছে। আমরা দেশবাসীর কাছে অবশ্যই ক্ষমা চাই।’ 

হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রবিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানের একটি রেস্তোরাঁয় পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সমালোচনায় তিনি বলেন, ‘আপনি একজন সুযোগ সন্ধানী লোক। আপনি শেখ হাসিনার দয়ার মন্ত্রী। দল করতে গেলে অনেক লোকের দরকার হয় কিন্তু আপনি জাতীয় নেতাদের দল থেকে বের করে দিয়েছেন। শুধু বউ নিয়ে রাজনীতি করা যায় না।’ 

জি এম কাদের জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেননি বলে সভায় অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা অনেক অনুরোধ করার পরেও তিনি জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেননি। তিনি প্রেস কনফারেন্স করেননি ছাত্রদের পক্ষে। তিনি একদিনও বিপ্লব করেননি জীবনে, কোনো আন্দোলনে যাননি, কখনও জেলে যাননি। জনগণ তার মত ভণ্ড নেতা পছন্দ করেন না।’

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আজকে জাতীয় পার্টি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, যখন দলটা খাদের কিনারে, তখন এরশাদ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্যরা এক মঞ্চে এসেছেন। আজ দলের জন্য ঐতিহাসিক দিন।’

জিসি / ০২