সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৮, ২০২৫
১১:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৮, ২০২৫
১১:১৬ পূর্বাহ্ন
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে প্রথম শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) শহীদ দিবস পালনের পাশাপাশি ইউকে ডায়াস্পোরা অ্যালায়েন্সের আত্মপ্রকাশ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও সেন্ট্রাল ডায়াস্পোরা কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ও সেন্ট্রাল ডায়াস্পোরা মেম্বার ড. ইমা ইসলাম।
পূর্বের সংবাদ- গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির মশাল মিছিল |
এনসিপি ইউকে অ্যালায়েন্স মেম্বার হিমেল আহমেদ ও কেন্দ্রীয় যুব উইংসের সংগঠক ফারিয়া ফাহির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাথ আবদুল্লাহ এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলশানা পারুল।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন- কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার নাজির আহমেদ, টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, সাবেক স্পিকার জাহেদ চৌধুরী, ইস্ট লন্ডন কমিউনিটি কোয়ালিশনের অন্যতম চেয়ার আব্দুস শুকুর খালিছদার, কমিউনিটি ব্যক্তিত্ব বদরে আলম দিদার, খেলাফত মজলিস ইউকের সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ, ব্যারিস্টার শরীফ হায়দার, এনসিপি ইউকে অ্যালায়েন্স মেম্বার ব্যারিস্টার মিজানুর রহমান, মাকসুদুল হক, আবু সলমন মুরাদ, মেহেদি মোহাম্মদ, নাইমুল ইসলাম আতিফ, সাব্বির আহমেদ প্রমুখ।
পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের প্রতিনিধি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এরপর জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণ এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়, যাদের আত্মত্যাগে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে।
বক্তারা আগামী দিনের বাংলাদেশ গঠনে এনসিপি নেতৃবৃন্দকে নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন যে, জুলাই আন্দোলনের শহীদদের রক্তে অর্জিত ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে এনসিপি তরুণরা ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
অনুষ্ঠানের শেষে ইউকে’র বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের ধন্যবাদ জানিয়ে এবং ইউকে ডায়াস্পোরা অ্যালায়েন্সে নতুন সদস্যদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। খাবার পরিবেশনের মাধ্যমে শহীদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
এএফ/০২