সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৬, ২০২৫
০৩:২২ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২৫
০৩:২৪ অপরাহ্ন
তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে : মৌলভীবাজারে নাহিদ ইসলাম
জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ২৬তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের বেরিরপাড় পয়েন্টে জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে নানা শক্তি মাঠে নেমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪-এর আন্দোলনকারী যুবকদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এনসিপিকে দেশ গড়ার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।’
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সাংবাদিকতার মতো মহৎ পেশাকে যারা কলুষিত করছে, তারা দেশের স্বাধীনতার সাথেই প্রতারণা করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন।’
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সরকারের আশ্বাসে আর বিশ্বাস নেই। আগামী ৩ আগস্ট রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করা হবে।’ তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এই আন্দোলন আর কোনোভাবেই ঠেকানো যাবে না।’
এর আগে দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি প্রেসক্লাব, শাহ মোস্তফা রোড হয়ে বেরিরপাড় জনসভায় গিয়ে শেষ হয়।
এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জিসি / ০৩