সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২৫
০২:১৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৫
০২:২১ অপরাহ্ন



সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত


সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জে আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে শহরের শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

এসময় বক্তারা বলেন, সমবায়ের মূলনীতিগুলো হলো একতা, সাম্য, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বিশ্বাস। এছাড়া গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার, সংহতি, সততা, উন্মুক্ততা, সামাজিক দায়িত্ব এবং অন্যদের প্রতি যত্ন নীতিমালা সমবায়ে রয়েছে।

এই নীতিগুলোর উপর ভিত্তি করে সদস্যরা সম্মিলিতভাবে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। মানুষকে স্বাবলম্বী করে একে অন্যর প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বাব জানান তারা।

জিসি / ০৫