সিলেটে রাবার বাগানে ধর্ষণ : খালাতো ভাই গ্রেফতার

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৬, ২০২৫
০৪:৩৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২৫
০৪:৪০ অপরাহ্ন



সিলেটে রাবার বাগানে ধর্ষণ : খালাতো ভাই গ্রেফতার

সিলেটে রাবার বাগানে ধর্ষণ : খালাতো ভাই গ্রেফতার


সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনির মিয়া (২৫) একই থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।

মামলা সূত্রে র‌্যাব জানা যায়, ভিকটিম জালালাবাদ থানার রাবার বাগান এলাকার বাসিন্দা। অভিযুক্ত মনির মিয়া ভিকটিমের খালাতো ভাই। এক বছর আগে ভিকটিমের মা মারা যান। মৃত্যুর আগে তিনি বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সেই বাসার মালিক মাঝেমধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিক সহায়তা করতেন এবং সেই সূত্রে অভিযুক্তের একটি মোবাইল নম্বর ওই বাসায় সংরক্ষিত ছিল।

গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত ভিকটিমের বাড়িতে গিয়ে জানায় যে, বিশ্ববিদ্যালয় এলাকার ওই বাসার মালিক তাকে ডেকে পাঠিয়েছেন এবং কিছু টাকা দেবেন। ভিকটিমের বাবা বাসায় না থাকায় অভিযুক্ত ভিকটিমকে সঙ্গে নিয়ে রওনা দেয়। পথে টিলার ওপর রাবার বাগানে পৌঁছালে অভিযুক্ত ভিকটিমকে জঙ্গলের আড়ালে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেয়।

ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে বিষয়টি তার বাবা ও পরিবারের সদস্যদের জানায়। ভিকটিমের বাবা অভিযুক্তের পরিবারকে বিষয়টি জানালে তারা আপোষের প্রস্তাব দেয়। কিন্তু ভিকটিমের পরিবার তা প্রত্যাখ্যান করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করে।

মামলার পরপরই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেগোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে মনির মিয়াকে গ্রেফতার করে

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

জিসি / ০৪