রবিবার শুরু হচ্ছে সংসদ টিভিতে পাঠদান

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২০
০২:৫২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৩:০৭ অপরাহ্ন



রবিবার শুরু হচ্ছে সংসদ টিভিতে পাঠদান

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে মাধ্যমিকের শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের (সংসদ বাংলাদেশ টেলিভিশন) মাধ্যমে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্লাস শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২৯ মার্চ) থেকে।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রবিবার থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাসের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম সপ্তাহের সময়সূচি অনুযায়ী, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস হবে। পরবর্তী সপ্তাহের সময়সূচি ১ এপ্রিল মাউশির ওয়েবসাইটে ঘোষণা করা হবে। সকাল ৯টা ৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৮টি ক্লাস হবে। এরপর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুনঃপ্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের। এই ক্লাসের নাম দেওয়া হয়েছে ‘ আমার ঘরে আমার স্কুল’।

 

জানা গেছে, পাঠদানকারী শিক্ষকরা ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে। স্কুল খোলার পর সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকদের কাছে জমা দেবে। এই বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

 

মাউশি'র পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির বলেন, ধারাবাহিক মূল্যায়ন বার্ষির পরীক্ষার ফলের সঙ্গে যোগ হবে। আর এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণির সময়সূচি ঘোষণা করা হলেও দশম শ্রেণির ক্লাস নেওয়ারও প্রস্তুতি চলছে।

 

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার প্রথমে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা হলেও পরে সেটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। একই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখও স্থগিত করা হয়।