কানাইঘাটে ছিটানো হলো জীবাণুনাশক

কানাইঘাট প্রতিনিধি


এপ্রিল ০২, ২০২০
১২:০৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
১২:০৬ পূর্বাহ্ন



কানাইঘাটে ছিটানো হলো জীবাণুনাশক

করোনাভাইরাস প্রতিরোধে জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে কানাইঘাট পৌরসভা। আজ বুধবার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কানাইঘাট পৌরসভার বিভিন্ন স্থানে চলা এ কার্যক্রমে একটি ট্রাক ও জনবল দিয়ে সহযোগিতা করে সিলেট ফায়ার সার্ভিস।

কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল-মিজানের তত্ত্বাবধানে স্প্রে ছিটানোর এ কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও কানাইঘাট থানার ওসি মো. শামছোদ্দুহা পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামিম, কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক আজমল হোসেন, কাউন্সিলর বিলাল উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, করামত আলী, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।