চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ২৯ আগস্ট!

খেলা ডেস্ক


এপ্রিল ১৭, ২০২০
০৯:১২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৯:১২ অপরাহ্ন



চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ২৯ আগস্ট!

করোনাভাইরাস মহামারির জন্য স্থগিত হয়ে আছে বিশ্বের সব ফুটবল লিগ। মাঝপথে এসে থমকে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগও। তবে চ্যাম্পিয়নস লিগ নিয়ে সিদ্ধান্ত পৌঁছাতে চায় উয়েফার নির্বাহী কমিটি। 

সেজন্যই ২৩ এপ্রিল বৈঠক ডেকেছে উয়েফা। সেই বৈঠকেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের তারিখ স্থির করবে তারা। ফাইনালের সম্ভাব্য তারিখ হলো ২৯ আগস্ট।

চলতি বছরের চ্যাম্পিয়নস লিগ করোনাভাইরাসের কারণে দ্বিতীয় রাউন্ডের মাঝপথে স্থগিত হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালের চারটি দলের নাম জানা গেছে। শেষ আটের বাকি চার দল কারা হচ্ছে- সেটা জানার জন্য দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ করতে হবে।

উয়েফা আগামী ২৯ আগস্ট ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ এবং তার তিনদিন আগে পোল্যান্ডের গদানস্ক শহরে ইউরোপা লিগের ফাইনাল আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এই দুটি ফাইনালের তারিখ চূড়ান্ত হবে ২৩ এপ্রিলের বৈঠকে।

চ্যাম্পিয়নস লিগের দুই লেগের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠেয় হওয়ার কথা জুলাই এবং আগস্টে।

 

 

আরসি-০১/