খেলা ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫
০৪:২৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৫
০৪:২৩ পূর্বাহ্ন
সিলেট আজ শনিবার থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫। এতে সিলেট জেলার উপজেলাগুলোর ১৪টি দল অংশগ্রহণ করবে।
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবংসিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামের টিপু মজুমদার প্রেসবক্সে সংবাদ সম্মেলন আয়োজন করে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও গোল্ডেন বয় খ্যাত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সাহাজ উদ্দিন টিপু।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যডহক কমিটির সদস্যসচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহাজ উদ্দিন টিপু- আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় টুর্নামেন্টের প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, খেলার সময়সূচি এবং অন্যান্য আয়োজন সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার প্রতিটি উপজেলাকে নিয়ে অনুষ্ঠিতব্য এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভা অন্বেষণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা।
এএফ/০৩