চুনারুঘাটে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি


এপ্রিল ২১, ২০২০
০৩:০৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৩:০৫ পূর্বাহ্ন



চুনারুঘাটে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র বিতরণ

করোনার কারণে শ্রমিক স্বল্পতার প্রভাব দূর করতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে ধান কাটার আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) চুনারুঘাট উপজেলা পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ৪টি ধান কাটার রিপার মেশিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদির লস্কর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, নারী ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্র রিপার মেশিন দিয়ে কম খরচে ঘন্টায় প্রায় এক বিঘা জমির ধান কর্তন করা যায়। এতে কৃষকরা কম খরচে দ্রুত ধান ঘরে তুলতে পারবেন। ফলে করোনার প্রভাবে শ্রমিক সংকটে চাষীদের ভোগান্তিতে পড়তে হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার জানান, সরকার কৃষি প্রণোদনার আওতায় একেকটি ধান কাটার রিপার মেশিনে ভর্তুকি দিচ্ছে ৯০ হাজার টাকা করে। এ সপ্তাহে চুনারুঘাটে আরও প্রায় ৫০টি রিপার ও ২টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হবে। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টারে সরকারের ভর্তুকি প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন চুনারুঘাটের প্রায় ৩ হাজার ৯শ জন কৃষক-কৃষাণীর মাঝে আউশ প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।

 

জেএ/আরআর