শাকসু নির্বাচনের জন্য ১৩সদস্য বিশিষ্ট কমিশন গঠন

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২৫
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২৫
০৭:৩৯ অপরাহ্ন



শাকসু নির্বাচনের জন্য ১৩সদস্য বিশিষ্ট কমিশন গঠন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ(শাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার জন্য ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আইপিই বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

আজ সোমবার (২৭অক্টোবর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ নির্বাচন কমিশন ঘোষণা করেন রেজিস্ট্রার অধ্যাপক সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ মিছবাহ উদ্দিন,অধ্যাপক  ড. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. মোঃ রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, অধ্যাপক মোঃ আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থপতি ইফতেখার রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন,  বর্ণিত কমিটি বর্তমান প্রবিধি অনুযায়ী শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।


এনএ-০১/ এএফ-০২