অনুশীলনে নামছে লা-লিগার ক্লাবগুলো

খেলা ডেস্ক


এপ্রিল ২৩, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন



অনুশীলনে নামছে লা-লিগার ক্লাবগুলো

লিগ মৌসুম কবে আবার শুরু হবে, তার নিশ্চয়তা না দিতে পারলেও ক্লাবগুলোকে সুসংবাদ শুনিয়েছে লা-লিগা। করোনাভাইরাসের এই সময়েও অনুশীলন করতে পারবে তারা। তবে শর্ত, মানতে হবে স্প্যানিশ সরকারের দেওয়া নিয়ম।

স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি), দা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও লা-লিগার অংশগ্রহণে হওয়া রবিবারের সভায় এই সিদ্ধান্ত হয়। এক বিবৃতিতে সিএসডি জানায়, করোনাভাইরাসের পরিস্থিতির উন্নতি বিবেচনা করেই অনুশীলনে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। কঠোর নিয়মের মধ্যে অনুশীলন সেশন চলবে।

২০১৯-২০ মৌসুম জুনে আবারও শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে অনুশীলন সেশন কিংবা ম্যাচ কবে নাগাদ শুরু করা যাবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

এআরআর/০৬