সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২০
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
১২:৪৬ পূর্বাহ্ন



সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ল

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে চতুর্থবারের মতো আরও ১০ দিন সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১০ দিন সাধারণ ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর আগে অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে করোনা বিষয়ক জাতীয় কমিটির পক্ষ থেকে আরও এক সপ্তাহ সাধারণ ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।  ওই প্রস্তাব অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলে ১ ও ২ মে যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ২ মে পর্যন্ত বর্ধিত হতো সাধারণ ছুটির মেয়াদ।

এর আগে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি কমাতে প্রথমবার ২৬ মার্চ থেকে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ওই ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সাধারণ ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়।

এরপর ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের নির্বাহী আদেশের ছুটিকেও এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এর মধ্যেও করোনা পরিস্থিতির উন্নতি না হলে ১৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় এই দুই দিনকেও সংযুক্ত করা হয় সাধারণ ছুটির সঙ্গে। সে হিসাবে ২৫ এপ্রিল শেষ হতো এ আগের ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এর মেয়াদ বেড়ে গেল আরও ১১ দিন।

বিএ-১০