আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক


মে ০৯, ২০২৫
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : মে ০৯, ২০২৫
০৬:০৮ অপরাহ্ন



আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের ছাত্র-জনতা।

আজ শুক্রবার (৯ মে) বিকেল তিনটা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও তাদের সমমনা শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অবস্থানের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন৷

সকাল ৮টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে যোগ দেন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও এবি পার্টির নেতাকর্মীরাও। পরে জুমার নামাজের পর বায়তুল মোকারম থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেয়া যায়।

এদিকে রাত দেড়টার দিকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় যাতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা।



এএফ/০২