গনস্বাস্থ্যের কিটের নমুনা হস্তান্তর শনিবার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন



গনস্বাস্থ্যের কিটের নমুনা হস্তান্তর শনিবার

নতুন করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত নতুন টেস্টিং কিটের নমুনা আগামী শনিবার (২৫ এপ্রিল) সরকারের কাছে জমা দেওয়া হবে।আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের চূড়ান্ত অনুমতির জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি জিআর কোভিড-১৯ ডট ব্লোটের নমুনা আগামী শনিবার সকাল ১১টায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসিকেও নমুনা হস্তান্তর করা হবে। ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে নমুনা হস্তান্তর অনুষ্ঠান হবে।

গত ১১ এপ্রিল সরকারের কাছে গণস্বাস্থ্য কিটের নমুনা হস্তান্তরের কথা থাকলেও আগের দিন কারখানায় বৈদ্যুতিক ও যান্ত্রিক ক্রটির কারণে সেই অনুষ্ঠান বাতিল করে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “সরকারের কাছে স্যাম্পল হস্তান্তর করার পর ড্রাগ এডমিনিস্ট্রেশন ফাইনাল অ্যাপ্রুভাল দিলে আমরা এই কিট বাজারে ছাড়ব।” প্রথম দফায় ১০ হাজার কিট এবং পরে এক লাখ কিট বাজার দিতে পারব বলে আমরা আশাবাদী।”

গত ৫ এপ্রিল চীন থেকে জরুরি ভিত্তিতে কাঁচামাল (রি-এজেন্ট) আনার পর এই কিট তৈরির প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় যুক্তরাজ্য থেকে কাঁচামাল আনার উদ্যোগ নিলেও বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চীন থেকে গত শনিবার এই কাঁচামাল নিয়ে আসেন তারা।

এনপি-০৭/বিএ-১১