সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের চলমান সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সাধারণ ছুটির মাঝে সীমিত পরিসরে খোলা থাকবে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
এতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬ থেকে ৩০ এপ্রিল এবং ৩ থেকে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ ছুটির সঙ্গে ১ ও ২ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। তবে সাধারণ ছুটিকালীন ঢাকাসহ সব বিভাগ, জেলা ও উপজেলায় ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন দপ্তরগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।
মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো:
প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সীমিত পরিসরে খোলা থাকবে।
এনএইচ-০২/বিএ-১৮