সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৫:০২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৫:০২ পূর্বাহ্ন
গাজীপুরে এক প্রবাসী পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঘরের ভেতর চারজনের লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই এখলাস ফরাজী।
নিহতরা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রী (৪০), তাদের দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বয়স ১৪ ও ১১ বছর এবং প্রতিবন্ধী ছেলের বয়স ছিল ৬ বছর।
এখলাস ফরাজী বলেন, চারজনের সবাই ছিল বিবস্ত্র। প্রাথমিক আলমত দেখে মনে হচ্ছে মা-মেয়েকে ধর্ষণ করে সবাইকে জবাই করে হত্যা করা হয়েছে।
ওই প্রবাসীর ছোট ভাই সাংবাদিকদের জানান, তার বড় ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি করে তারা বসবাস করে আসছিলেন।
কে বা কারা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ওই প্রবাসীর ছোট ভাই।
এসআই এখলাস বলেন, এখনও তেমন কোন ক্লো পাওয়া যায়নি, তদন্তে হয়ত বেরিয়ে আসবে।
বিএ-২৪