করোনা পরীক্ষায় আরও দুই প্রতিষ্ঠান

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৬, ২০২০
১০:১১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১০:১১ অপরাহ্ন



করোনা পরীক্ষায় আরও দুই প্রতিষ্ঠান

করোনা শনাক্তকরণ পরীক্ষায় আরও দু’টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এ নিয়ে ২৫টি প্রতিষ্ঠান করোনা পরীক্ষার কাজে যুক্ত হলো। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা রবিবার (২৬ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।

নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের পরীক্ষা করার ব্যাপ্তি বাড়িয়েছি। এখন ২৫টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হবে। নতুন প্রতিষ্ঠান দু’টি হলো, চট্টগ্রাম ভ্যাটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি এবং দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ। দিনাজপুর মেডিক্যাল কলেজ আজ থেকে নমুনা সংগ্রহ করছে। আশা করছি আগামীকাল (সোমবার) থেকে তারা রিপোর্ট দিতে পারবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার বাইরে জেলাগুলোর মেডিক্যাল কলেজে ৮টি পিসিআর ল্যাব স্থাপন করতে পেরেছি। সেখানে কীভাবে এই ল্যাবগুলো চালানো যায়, সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুত ল্যাবগুলো চালু করার ব্যাপারে সংসদ সদস্যরা যথেষ্ট সহযোগিতা করছেন। প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই।’

বিএ-০৭