সিলেটে উইমেন ফর উইমেন রাইটসের মা দিবস পালন

সিলেট মিরর ডেস্ক


মে ১২, ২০২৫
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২৫
১২:৪৩ পূর্বাহ্ন



সিলেটে উইমেন ফর উইমেন রাইটসের মা দিবস পালন


মা-শব্দটি যেন ভালোবাসা, ত্যাগ আর নিঃস্বার্থতার প্রতীক। সেই মহীয়সী রত্নদের শ্রদ্ধা জানাতে সিলেটে ‘উইমেন ফর উইমেন রাইটস’ আয়োজন করে এক অনন্য অনুষ্ঠান। আয়োজনের মূল স্লোগান ছিল- “যত্ন, মমতার বন্ধনে, এসো বাঁচি আনন্দে”। এই শ্লোগান যেন প্রতিটি সন্তানের হৃদয়ে মায়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।

রবিবার (১১ মে) বিকেলে বড়বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার নারী। সেখানে মাকে নিয়ে স্মৃতিচারণার মধ্য দিয়ে মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের প্রধান আয়োজক সামিয়া বেগম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি— যত্ন আর মমতার বন্ধনই একটি সুখী সমাজের ভিত্তি। মা হচ্ছেন সেই ভালোবাসার প্রথম আশ্রয়। এই অনুষ্ঠান ছিল সেই মমতাময়ী সম্পর্ককে সম্মান জানানোর এক ক্ষুদ্র প্রয়াস।”

সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও আলেয়া ফেরদৌসী তুলির পরিচালনায় মা সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সামা হক চৌধুরী, অধ্যাপক তানজিনা চৌধুরী, অধ্যাপক ওয়াদিয়া ইকবাল চৌধুরী, অধ্যাপক সাবেরা সুলতানা, লিমি চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, রেহানা আফরোজ, রোজী ইসলাম, গাজী জিনাত আফজা, আসমাউল হাসনা খান, রেহানা ফারুক শিরিন, মনোয়ারা বেগম, তানিয়া রহমান আম্বিয়া খাতুন, ডাঃ আসমা বেগম প্রমুখ।


এএফ/০৪